সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আজ ফান্ডটির দর ৪০ পয়সা বা ৪.৯৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ফান্ডটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটির ৬ লাখ ২৬ হাজার ৭৭০টি ইউনিট লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ লাখ ২২ হাজার টাকা।
দর পতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার কনজিউমার লিমিটেড। আজ কোম্পানিটির দর ১২৯ টাকা ৮০ পয়সা বা ৩.২৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
ফারইস্ট ফাইন্যান্স দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১০ পয়সা বা ২.৫৬ শতাংশ কমেছে।
দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, মিরাকল ইন্ডাষ্ট্রিজ, আল-আরাফা ব্যাংক, সানলাইফ ইন্সুরেন্স, আইএফআইসি ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও রূপালী ব্যাংক লিমিটেড।