সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ১৩ বারে ৯ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিকন ফার্মার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৫৯ বারে ১৮ লাখ ৪০ হাজার ৮১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯৪ শতাংশ। কোম্পানিটি ১০ হাজার ৬৭৪ বারে ১ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ৪৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জের দর বেড়েছে ৭.৮২ শতাংশ, লিব্রা ইনফিউশনসের ৭.৪৯ শতাংশ, সাইনপুকুর সিরামিকসের ৬.৯১ শতাংশ, জিকিউ বলপেনের ৬.৬৯ শতাংশ, বেক্সিমকোর ৫.৯০ শতাংশ, এনার্জিপ্যাকের ৫.৮৫ শতাংশ ও লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ৫.৮১ শতাংশ।