1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সিরামিক কোম্পানিতে এসএস স্টিলের বিনিয়োগের প্রমাণা চায় বিএসইসি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ এএম

সিরামিক কোম্পানিতে এসএস স্টিলের বিনিয়োগের প্রমাণা চায় বিএসইসি

  • আপডেট সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজে তালিকাভুক্ত এসএস স্টিলের ২০০ কোটি টাকা বিনিয়োগের প্রমাণাদি চেয়ে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সহকারি পরিচালক মোহাম্মদ রতন মিয়া সাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি এসএস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে। যার অনুলিপি দেশের উভয় স্টক এক্সচেঞ্জের এমডি বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এসএস স্টিলের পর্ষদ প্রায় ২০০ কোটি টাকার বিনিময়ে সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। এই অর্থের মাধ্যমে চায়না-বাংলাদেশের যৌথভাবে গঠিত কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহন করা হবে। যে কোম্পানিটি খুলনার বাগেরহাটের কাটাখালিতে অবস্থিত।

এই পরিস্থিতিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ১১(২) এর আলোকে বিভিন্ন প্রমাণাদি চেয়েছে কমিশন। এরমধ্যে রয়েছে-শেয়ার ক্রয় চুক্তি বা চুক্তির দলিল।

এছাড়া সাউথইস্ট ইউনিয়ন সিরামিক অধিগ্রহনের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠানের দর মূল্যায়ন রিপোর্ট, এই বিনিয়োগের ফলে এসএস স্টিলের মুনাফা বৃদ্ধির পরিমাণ মূল্যায়ন রিপোর্ট, এ বিষয়ে উভয় কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় উপস্থিত পরিচালকদের সংখ্যা, উভয় কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব এবং উভয় কোম্পানির আরজেএসসি সত্যায়িত সিডিউল-X ও সিডিউল-XII এর কপি।

এ বিষয়ে এসএস স্টিলের সচিব মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, কমিশন আমাদের কাছে যেসব ডকুমেন্টস চেয়েছে, তা আমরা জমা দিয়েছি। আমাদের সবকিছু ঠিক আছে।

উল্লেখ্য, ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০৪ কোটি ২৯ লাখ টাকা। এরমধ্যে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের মালিকানা ৬৪.৫২ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ