পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান বোর্ড সভা ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলোর সভায় নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২ মার্চ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডটির তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ট্রাস্টি সভা ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডটির তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।