পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রয়ারি, মঙ্গলবার থেকে। ই-জেনারেশন লিমিটেডের শেয়ার গত সপ্তাহে বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। লেনদেনের কোড হবে ‘EGEN’। কোম্পানি কোড হবে ২২৬৫২।
সাধারণ বিনিয়োগকারীরা ই-জেনারেশন লিমিটেডের শেয়ারটি ১০ টাকায় পেয়েছিলেন। যারা লটারিতে জিতেছেন, তারা প্রত্যেকে ৫০০টি করে শেয়ার পেয়েছেন।
গত বছরের ২১ অক্টোবর আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা তোলার অনুমোদন পায় ই-জেনারেশন লিমিটেডে।
চূড়ান্ত অনুমোদনের পর ১২ থেকে ১৮ জানুয়রি ই-জেনারেশন লিমিটেডের আইপিও পেতে আবেদন করেন সাধারণ বিনিয়োগকারীরা। এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি লটারি হয়।
ই-জেনারেশন লিমিটেড সফটওয়্যার তৈরির পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতের পরামর্শক হিসেবে কাজ করে।
২০০৩ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির চেয়ারম্যান সৈয়দা কামরুন নাহার আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান।
২০১৯ সালে ই-জেনারেশন মুনাফা করেছে ১০ কোটি ৯০ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ ১৩১ কোটি ২৫ লাখ টাকা।
সেই হিসেবে রিটার্ন অন অ্যাসেট হচ্ছে ৮ দশমিক ৩০ শতাংশ। নেট প্রফিট মার্জিন ২৯ দশমিক ৯৫ শতাংশ।
২০১৯ সালের হিসেবে তাদের শেয়ার প্রতি মুনাফা ১ টাকা ৮২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ২০ টাকা ৫৬ পয়সা।
আগের দুই বছর যথাক্রমে ১০ কোটি ৪৯ লাখ ও ৮ কোটি ৬৮ লাখ মুনাফা দেখিয়েছে এ কোম্পানি। মঙ্গলবার