বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১২২টির। আর ১১৭টির দাম ছিল অপরিবর্তিত। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৩২.৯৭ ভাগ শেয়ার মূল্য হারিয়েছে গত সপ্তাহে। মূল্য বেড়েছে ৩৪ শতাংশের।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে ৪ হাজার ৪৩৭ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ৩৫১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার টাকা বা ৮.৬০ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৮৬১ কোটি ২৬ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
গেল সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৯.০৩ পয়েন্ট কমেছে। তার আগের সপ্তাহে এই সূচক ২.৮৮ পয়েন্ট কমেছিল।
গত সপ্তাহে বাজারে লেনদেন শুরু হয়েছিল সূচকের অবস্থান ৫৪৮৫.০২ পয়েন্ট থেকে। সপ্তাহ শেষে তা কমে দাঁড়ায় ৫৪৭৫.৯৯ পয়েন্টে।
গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ০.২৪ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ২.৯০ পয়েন্ট কমেছিল।
অন্যদিকে ডিএসইর শরীয়াহ সূচক বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই এস বা শরীয়াহ সূচক বেড়েছে ০.৫০ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি ১.৯৮ পয়েন্ট কমেছে।