সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারকে আকর্ষণীয় বিনিয়োগের স্থান হিসেবে চিহ্নিত করার জন্য গত ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী এ রোড শো অনুষ্ঠিত হয়।
এ রোড শো বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বিএসইসি। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএসইসির তথ্যমতে, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করা হয়েছে। ইতোধ্যে বিএসইসি দুবাইতে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
পুঁজিবাজার সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সহায়তায় রোড শো সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যাপকভাবে সম্প্রচারিত হয়েছে।