ঘুষ কেলেঙ্কারি তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সাম্প্রতিক সময়ে কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা নানা ঘুষ কেলেঙ্কারির বিষয়ে তদন্ত করবে এ কমিটি।
কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এই কমিটির প্রধান করা হয়েছে ডেপুটি গভর্নর-৩ একেএম সাজেদুর রহমান খানকে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, নানা অভিযোগ বিষয়ে অধিকতর তদন্তের জন্য একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে।
তদন্তে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ মিললে স্টাফ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।