1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সিআইপি হয়েছেন পুঁজিবাজারের সাত কোম্পানির কর্ণধার
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পিএম

সিআইপি হয়েছেন পুঁজিবাজারের সাত কোম্পানির কর্ণধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

শিল্প-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে সরকার বিভিন্ন ক্যাটাগরিতে ৪৮ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দিয়েছে। এর মধ্যে রয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির কর্ণধার। কোম্পানিগুলো হচ্ছে-বিবিএস ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড, আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, ফু-ওয়াং ফুডস লিমিটেড। শিল্প খাতে ২০১৭ সালের অবদানের প্রেক্ষিতে এই সম্মাননা দেওয়া হয়েছে।

রাজধানীর একটি অভিজাত হোটেলে বুধবার ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানিগুলোর কর্ণধার ও প্রতিনিধিদের হাতে সিআইপি কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

বিবিএস কেবলসের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার, বিএসআরএম স্টিলসের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন আকবর আলী, আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান ও বসুন্ধরা পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন।

ফু ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী মাঝারি শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের মোহাম্মদ রিয়াদ আলী বৃহৎ শিল্প (সেবা) ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন।

এছাড়া আইপিওতে আসার প্রক্রিয়ায় থাকা মীর আক্তার হোসেন লিমিটেডের কর্ণধার মীর নাসির হোসেনও বৃহৎ শিল্প (সেবা) ক্যাটাগরিতে সিআইপি মনোনীত হয়েছেন।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ