ভারতের পুঁজিবাজারে বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্সের সূচকের উত্থান যেন থামছেই না। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ন্যাশনাল ফিফটি-নিফটির সূচকও।গত ১ ফেব্রুয়ারি দেশটির চলতি অর্থ বছরের বাজেট পেশের দিন ইতিহাসের সর্বোচ্চ সূচকে পৌঁছেছিল সেনসেক্স (৪৮,৬০০.৬১ পয়েন্ট; ৫ শতাংশ বৃদ্ধি)। অপরদিকে ৪.৭৪ শতাংশ বেড়ে ন্যাশনাল ফিফটি-নিফটির সূচক থেমেছিল ১৪,২৮১.২০ পয়েন্টে।
দুই সপ্তাহের ব্যবধানে সেই রেকর্ড ছাড়িয়ে সেনসেক্সের সূচক। সূচকের উত্থানে ৫২ হাজার পয়েন্ট আজ টপকে গেছে সেনসেক্স। অন্যদিকে ১৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে নিফটি এ দিন সর্বকালীন রেকর্ড স্পর্শ করেছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স ৫২ হাজার পয়েন্ট পেরিয়ে যায়। দিনের শুরুর দিকে ১৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায় নিফটি-ও। একাধিক আর্থিক সংস্থা যেমন, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক-সহ কয়েকটি সংস্থার শেয়ার এ দিন বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ইনফোসিস এবং রিলায়্যান্সের শেয়ারের দামও। পাশাপাশি এশিয়ার বাকি শেয়ার বাজারগুলির সূচকেও এ দিন ঊর্ধ্বগতি নজরে এসেছে। গত এক বছরের মধ্যে এ দিন তেল সংস্থাগুলির শেয়ার সূচকের বৃদ্ধিও আশার আলো দেখাচ্ছে।
করোনার টিকাকরণ ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করে তুলছে বলে মনে করছেন ভারতের বাজার বিশেষজ্ঞরা। আর্থিক বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বর ত্রৈমাসিকে করপোরেট আয় বেড়েছে। তারই ফল হাতেনাতে মিলছে শেয়ার বাজারে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১.১ শতাংশ বেড়েছে, যা গত বছর ২২ জানুয়ারির পর সর্বোচ্চ। সোমবার বিএসই-র ২ হাজার ৩৯৬টি শেয়ারের মধ্যে ১ হাজার ৩৯৬টি শেয়ারের দাম বেড়েছে। কমছে ৯৩৭টি শেয়ারের মূল্য।