পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের রটর ইউনিটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে কোম্পানিটির প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার, ১২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে কোম্পানি ব্লো রুম মিক্সিং সেকশনে একটি ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কোম্পানির কাঁচা তুলা প্রক্রিয়ার জায়গা এবং কিছু যন্ত্রপাতি পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের সহয়তায় প্রায় দুই ঘণ্টা পর মোজাফফর হোসেন স্পিনিং মিলসের কারখানায় অগ্নিকান্ড নিয়ন্ত্রেণে আসে। কোম্পানিটি ধারণা করছে অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।