1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সপ্তাহজুড়ে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ পিএম

সপ্তাহজুড়ে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, প্রাইম ইন্স্যুরেন্স, ইনটেক ও আরএকে সিরামিকস লিমিটেড। ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি): কোম্পানিটি ৩০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ও ২০০ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এরআগে কোম্পানিটি ৩০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। চূড়ান্ত লভ্যাংশ নিয়ে কোম্পানিটির ঘোষিত মোট নগদ লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৬০০ শতাংশে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬০ টাকা ৪৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫১ টাকা ৩৭ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮৮ টাকা ৮৯ পয়সা।

আগামী ২৮ মার্চ কোম্পানিটির ৪৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ মার্চ।

ইনটেক লিমিটেড: কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সা।

আগামী ২২ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।

আরএকে সিরামিকস লিমিটেড: কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে আরএকে সিরামিকস লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৪১ পয়সা।

আগামী ৩১ মার্চ, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ