প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহিক লেনদেনের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে রেখেছে তালিকাভুক্ত দুই কোম্পানি। সপ্তাহজুড়ে কোম্পানি দুটির লেনদেন হয়েছে ডিএসই মোট লেনদেনের ৩২ শতাংশ। কোম্পানি দুটি হলো-বেক্সিমকো লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি)। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮৬ কোটি ১২ লাখ ৬৪ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে বেক্সিমকো লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লেনদেন হয়েছে ১ হাজার ২০৩ কোটি ২৩ লাখ ১০ হাজার টাকা। যা শতাংশে প্রায় ৩১.৭০ শতাংশ।
কোম্পানি দুটির মধ্যে সপ্তাহজুড়ে বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ৭০১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা। যা ডিএসই সাপ্তাহিক লেনদেনের ১৮.৪৯ শতাংশ।
অন্যদিকে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ( বিএটিবিসি) লিমিটেডের লেনদেন হয়েছে ৫০০ কোটি ৯৬ লাখ টাকা। যা ডিএসই সাপ্তাহিক লেনদেনের ১৩.২১ শতাংশ।