1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আজ থেকে ডিএসইর অ্যাপে পুরো সময় লেনদেন
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পিএম

আজ থেকে ডিএসইর অ্যাপে পুরো সময় লেনদেন

  • আপডেট সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
dse mobile

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার থেকে পুরো সময় মোবাইল অ্যাপে লেনদেন করা যাবে।

মোবাইল অ্যাপস বৃহস্পতিবার থেকে চালু হওয়ার কথা থাকলেও এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জিয়াউল করিম জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে আগের নিয়মে লেনদেন হওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। তবে রোববার থেকে আগের নিয়মে লেনদেন চালু হবে।

এর আগে গত ১১ জানুয়ারি থেকে পুরো সময় লেনদেনে ব্যত্যয় হয়। মাঝখানে এক দফা সময় বাড়ানোর পর বৃহস্পতিবার থেকে এটা চালুর কথা ছিল।

দেশের পুঁজিবাজারে সকাল ১০ থেকে লেনদেন শুরু হয়ে শেষ হয় বেলা ২টা ৩০ মিনিটে। এর সাথে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট এবং শেষ হওয়ার পরে ১০ মিনিট বাড়তি লেনদেন করা যায় ঢাকার পুঁজিবাজারে।

সেই হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা ৪০ মিনিট পর‌্যন্ত ঢাকার পুঁজিবজারে লেনদেন চলে। কিন্তু রক্ষণাবেক্ষণের চলায় ডিএসইর অ্যাপে লেনদেন সময় কমিয়ে গত ১১ জানুয়ারি থেকে ১০টা ১৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত চলছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ