1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে দাপটে দেখিয়েছে দুর্বল কোম্পানি
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০২ এএম

বিদায়ী সপ্তাহে দাপটে দেখিয়েছে দুর্বল কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
Business development to success and growing growth concept, Businessman pointing arrow graph corporate future growth plan

বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে পতনে লেনদেন শেষ হয়েছে। তবে পতনের বাজারে দাপট দেখিয়েছে দুর্বল মৌলের ‘জেড’ এবং দুর্বল ‘বি’ ক্যাটাগারির কোম্পানির।

বিদায়ী সপ্তাহজুড়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২৫২টি বা ৬৮ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এমন পতনের বাজারে দর বাড়ার শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে আটটিই দখল করেছে ‘জেড’ অথবা ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান।

বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ ক্যাটাগারির প্রতিষ্ঠান গোল্ডেন সন। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দরে বড় ধরনের উত্থান ঘটেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ১৭.৫৬ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৩ টাকা ১০ পয়সা।

শেয়ারটির এমন দর বাড়লেও কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস ভালো না। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ২০২০ সালের জুন শেষে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯, ২০১৮, ২০১৭ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৩৮.৯৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১.৩৮ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯.৬৪ শতাংশ শেয়ার আছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান দি ঢাকা ডাইং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১১.৬৯ শতাংশ। পরের তিনটি স্থানে রয়েছে ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান। এর মধ্যে বিকন ফার্মাসিউটিক্যালসের ৮.৩৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৬.১৬ শতাংশ এবং আনলিমা ইয়াং ডাইংয়ের ৪.৪২ শতাংশ দর বেড়েছে।

দর বাড়ার শীর্ষ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান আলহাজ্ব টেক্সটাইল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৬৭ শতাংশ। শীর্ষ তালিকায় এর পরের স্থানে রয়েছে ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান রেকিট বেনকিজার। সপ্তাহজুড়ে এই বহুজাতিক কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৩০ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে দর বাড়ার শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে ‘জেড’ গ্রুপের সাভার রিফ্যাক্টরিজ। কোম্পানিটির দর বেড়েছে ৩.১৯ শতাংশ। দর বেড়েছে ‘বি’ গ্রুপের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির। কোম্পানিটির দর বেড়েছে ৩.০২ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ