1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
রোববার থেকে দেশ জেনারেল ইন্সুরেন্সের আইপিও আবেদন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

রোববার থেকে দেশ জেনারেল ইন্সুরেন্সের আইপিও আবেদন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
Desh Insurance

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পাওয়া দেশ জেনারেল ইন্সুরেন্সের চাঁদা গ্রহণের আবেদন রোববার শুরু হবে। একটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট (বিও) থেকে সর্বোচ্চ এক লট (৫০০) শেয়ারের জন্য আবেদন করা যাবে। প্রতি শেয়ারের দর ১০ টাকা ধরে মোট খরচ হবে ৫ হাজার টাকা।

মোট শেয়ারের চেয়ে বেশি আবেদন জমা হলে লটারির মাধ্যমে শেয়ার বণ্টনের ব্যবস্থা হবে। বৃহম্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত আবেদন করা যাবে।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২ ডিসেম্বর দেশ জেনারেল ইন্সুরেন্সেকে আইপিওর মাধ্যমে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়।

কোম্পানিটি বাজার থেকে তোলা টাকা ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট ও পুঁজিবাজারে বিনিয়োগের পাশাপাশি আইপিওর খরচ মেটাবে।

দেশ জেনারেল ইন্সুরেন্স ২০০০ সালের ২ মার্চ কাজ শুরু করেছে। কোম্পানিটির চেয়ারম্যান এফবিসিসিআইর সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন।

২০১৯ সালের ৩১ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানটির শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ৩৬ পয়সা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১১ টাকা ৬২ পয়সা।

দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানির ইস্যু ব্যবস্থাপনায় আছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ