1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
একদিনে বিএটিবিসি দর বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

একদিনে বিএটিবিসি দর বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
batb

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকোর (বিএটিবিসি) শেয়ার দর সম্মিলিতভাবে একদিনে বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকার উপরে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য বড় লভ্যাংশ ঘোষণা করায় বৃহস্পতিবার শেয়ার দরে বড় উত্থান হয়।

বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগেই ব্রিটিশ আমেরিকান টোবাকো কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের জানায়, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।

এর আগে কোম্পানিটি ৩০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে। এতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সব মিলিয়ে ৬০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিচ্ছে। বড় এই লভ্যাংশ ঘোষণার কারণে লেনদেনের শুরু থেকেই কোম্পানিটির শেয়ার দাম বাড়তে থাকে। আর লভ্যাংশ ঘোষণার কারণে সার্কিট ব্রেকার না থাকায় কয়েক মিনিটের মধ্যে শেয়ার দর ১০ শতাংশের উপরে বেড়ে যায়।

বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদা থাকায় আগের দিন ১৫০৯ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ হওয়া কোম্পানিটির শেয়ার দাম এক পর্যায়ে ১৭৯৯ টাকা ৭০ পয়সায় ওঠে। তবে দিনের লেনদেন শেষে ১৭০০ টাকা ৩০ পয়সায় দর স্থির হয়। এতে একদিনে প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৯০ টাকা ৬০ পয়সা বা ১২ দশমিক ৬৩ শতাংশ। এর ফলে একদিনে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দর বাড়ল ৩ হাজার ৪৩০ কোটি ৮০ লাখ টাকা।

শেয়ারের এমন দর বাড়ার সাধারণ বিনিয়োগকারীদের থেকে কোম্পানিটির উদ্যোক্তারা বেশি লাভবান হয়েছেন। কারণ ১৮০ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির মোট শেয়ারের ৭২ দশমিক ৯১ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩ দশমিক ২৭ শতাংশ। এছাড়া বিদেশিদের কাছে ১১ দশমিক ১৪ শতাংশ এবং ১২ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।

বাংলাদেশে বেনসন ও পলমল সিগারেটের মাধ্যমে বাজারে বড় ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বিশ্ববাজারেও দাপটের সঙ্গে ব্যবসা করছে। ডানহিল, লাকি স্ট্রাইক, কেন্ট, পলমল, কুল, বেনসন এবং রথম্যান্স তামাকজাত পণ্যের উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটি তামাকজাত পণ্য বিক্রির দিকে থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ প্রতিষ্ঠান।

বিশ্বজুড়ে দাপটের সঙ্গে ব্যবসা করা কোম্পানিটি বাংলাদেশে ব্যবসা করে প্রতিবছরই ভালো মুনাফা করছে। ফলে নিয়মিত ভালো লভ্যাংশ পাচ্ছেন শেয়ারহোল্ডাররা। ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০১৮ সালে ৫০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এছাড়া ২০১৭ ও ২০১৬ সালে ৬০০ শতাংশ নগদ এবং ২০১৫ সালে ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ