সাউথইস্ট ব্যাংক লিমিটেড প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি এখন থেকে ব্যাংকের সকল ব্যবসা কেন্দ্র হতে শরিয়াহ ভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা প্রদান করতে পারবে। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদনের ফলে এখন থেকে প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ব্যাংকের সকল ব্যবসা কেন্দ্র হতে ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহ প্রদান করা সহজতর হবে।
বর্তমানে সাউথইস্ট ব্যাংকের ৫টি সম্পূর্ণ ইসলামিক ব্যাংকিং শাখা রয়েছে। শাখাগুলো হলো- মতিঝিল শাখা, ঢাকা; সিডিএ এভিনিউ শাখা, চট্টগ্রাম; বন্দরবাজার শাখা, সিলেট; ছাগলনাইয়া শাখা, ফেনী ও কক্সবাজার শাখা।
সাউথইস্ট ব্যাংক ২০০৩ সাল হতে ‘সাউথইস্ট তিজারাহ’ ব্যাংকিং নামে ইসলামিক ব্যাংকিং সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখ্য, বর্তমানে সাউথইস্ট ব্যাংকের ১৩৫টি শাখা, ১৮টি উপশাখা রয়েছে।