1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অনলাইন বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট উদ্বোধন
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ এএম

অনলাইন বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

অনলাইন বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও হিসাব) উদ্বোধন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা দেশ-বিদেশের যেকোনো প্রান্তে বসে বিও হিসাব খুলতে পারবেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বিএসইসি ভবনে এর উদ্বোধন করেন সংস্থাটির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এই উদ্বোধনের ঘণ্টাখানেক আগে দুবাইয়ে নন-রেসিডেন্সিয়ালদের জন্য অনলাইন বিও‘র উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রধান নির্বাহী (সিইও) শুভ্র কান্তি চৌধুরী বলেন, ‘আজকের দিনটি পুঁজিবাজারের জন্য মাইলফলক। এখানে আমরা উপস্থিত হয়েছি অনলাইন বিও অ্যাকাউন্ট উদ্বোধন করার জন্য। একই সঙ্গে আজকে দুবাইয়ে বিও অ্যাকাউন্ট উদ্বোধন করেছেন চেয়ারম্যান।’

অনলাইন বিও হিসাব উদ্বোধন করে বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমরা করতে পেরেছি বলে খুবই আনন্দিত বোধ করছি। আমাদের দুটি জাতীয় লক্ষ্য আছে। একটি ডিজিটালাইজেশন করবো, আরেকটি আরবানাইজেশন করবো। আপনারা জেনে খুশি হবেন যে, বাংলাদেশ ভারতের চেয়েও অনেক সংগঠিত।

আমাদের সেবাগুলো এখনো শহরকেন্দ্রিক রয়ে গেছে জানিয়ে বিএসইসি কমিশনার বলেন, সেই জিনিসটাকে যদি পরিবর্তন করতে চাই, দেশের সব জায়গায় যদি বাণিজ্যের প্রসার করতে চাই, উপজেলা পর্যায়ে প্রসার দেখতে চাই, সব জায়গা থেকে পুঁজিকে সংগ্রহ করতে চাই, তাহলে আমাদের সেবাটিকে সে জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের অপেক্ষা করে থাকলে হবে না যে, কেউ একজন আসবেন সেবা নেবেন, তা নয়। আমাদের উদ্দেশ্য হবে, সেবা যেন তার কাছে নিজেই পৌঁছে যায়। যাতে সহজে দ্রুততার সঙ্গে কম খরচে সঠিকভাবে তারা সেবা পান, সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পেরেছি আমরা আজকের এই অনলাইন বিও অ্যাকাউন্ট ওপেনিং করার মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমাদের স্টেকহোল্ডার যারা আছেন তারা এই অনলাইন বিও অ্যাকাউন্ট থাকার কারণে নানা ধরনের সুপারভিশনিং এবং প্রসেসিং সুবিধা পাবেন। আমি আশা করবো, আপনারা যেখানে যেখানে সম্ভব সবক্ষেত্রেই আপনারা অনলাইন বিও অ্যাকাউন্টের মাধ্যমে অথবা কোনো একটা ফর্মে ডিজিটালাইজ বিও অ্যাকাউন্ট সিস্টেমকে সংগ্রহ করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। এতে সুবিধা হবে আমরা যেকোনো সময় যেকোনো বিও অ্যাকাউন্ট কেন্দ্রিক তথ্য প্রবাহকে আরও সহজভাবে ব্যবহার করে সুন্দরভাবে পরিচালিত হতে পারবো ও করতে পারবো।’

দেশে এই মুহূর্তে যে বিনিয়োগবান্ধব পরিস্থিতি আছে, সেটাকে আরও বৃদ্ধি করা সম্ভব উল্লেখ করে বিএসইসির এই কমিশনার বলেন, ‘আমরা সবাই মনে করি যে, পুঁজিবাজারই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সক্ষমতা রাখে। সেটাকে আমরা সম্মিলিতভাবে সাফল্যমণ্ডিত করতে প্রচেষ্টা চালাবো।’

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ