দুদিন বড় পতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বড় উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। এরমধ্যে বিক্রেতা সংকটের কবলে ছিল ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার কারণে এগুলো বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০ শতাংশ দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল ৫টি কোম্পানি। কোম্পানিগুলো হলো-ফুওয়াং সিরামিক, মীর আকতার হোসেন, ডমিনেজ, অ্যাপেলো ইস্পাত ও মাইডাস ফাইন্যান্স লিমিটেড।
অন্যদিকে, ৯ শতাংশের বেশি দর বৃদ্ধি নিয়ে বিক্রেতা সংকটে ছিল শ্যামপুর সুগার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আমান ফিড, সিএপিএিআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এনার্জিপ্যাক, শাইনপুকুর সিরামিক, সাইফ পাওয়ার, বিডি থাই, বেক্সিমকো লিমিটেড, রবি, বেক্সিমকো ফার্মা, বে-লিজিং, জেনারেশন নেক্সট, বিডি ওয়েল্ডিং, ম্যামসন স্পিনিং, গোল্ডেন সন, জিবিবি পাওয়ার ও এ্যাকটিভ ফাইন।
আর ৮.৮২ শতাংশ দর বৃদ্ধি নিয়ে বিক্রেতা সংকটে ছিল ডেল্টা স্পিনিং লিমিটেড।