1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিএটিবিসি ও বেক্সিমকোসহ ক্রেতা নেই ৯৩ কোম্পানির
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ এএম

বিএটিবিসি ও বেক্সিমকোসহ ক্রেতা নেই ৯৩ কোম্পানির

  • আপডেট সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

বিক্রেতা থাকলেও ক্রেতা শূন্য ছিল বেক্সিমকোসহ ৯৩ কোম্পানির। লেনদেন শুরুর কিছু সময় পরই আজ সোমবার অধিকাংশ শেয়ারের দর পতন হয়। বিক্রয় চাপে ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) সবগুলো সূচকের পতন ঘটে। যা চলে শেষ পর্যন্ত।
ডিএসইর তথ্য ঘেঁটে দেখা যায়, বেলা দেড়টা পর্যন্ত ৯৩টি কোম্পানির শেয়ারের কোনো ক্রেতা ছিল না। অথচ বিক্রেতা ছিল অনেক। এসব কোম্পানির মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা বেক্সিমকো লিমিটেডও রয়েছে। এই কোম্পানির শেয়ারে গত কিছুদিন ধরেই বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। একারণে এটানা ছিল দরের উর্ধগতি।

মাত্র তিন মাসের ব্যবধানে এই শেয়ারটির দাম ২৩ টাকা থেকে ৮৯ টাকায় উঠেছিল। সেখান থেকে দর পতন শুরু হয়। আজ সর্বশেষ শেয়ারটির দর ৬৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। বেলা দেড়টার সময়েও ৬৭ টাকা ৯০ পয়সায় ক্রয়-বিক্রয় হয়েছে। শেয়ার দর কিছুটা বৃদ্ধি পায় লেনদেন সমাপনির পর্যায়ে। আজ শেয়ারটির সর্বোচ্চ দর উঠেছিল এক পর্যায়ে ৭৭ টাকা ৬০ পয়সায়।

শেয়ার বিক্রেতাদের প্রস্তাবিত দরে এই সময়ে কেউ কিনতে চায়নি। এদিকে ক্রেতা-শূন্য অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল- বিএটিবিসি, এডভেন্ট ফার্মা, এএফসি এগ্রো, আলিফ ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুড, এপেক্স ট্যানারি, এপেক্স স্পিনিং, এপেক্স ফুটওয়্যার, আর্গন ডেনিম, এটলাস, আজিজ পাইপস, বঙ্গজ, বিবিএস ক্যাবলস, বিডি অটোকারস, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ফার্মা, কপারটেক, সিভিও, ড্যাফোডিল কম্পিউটার, ডিবিএইচ, ডেসকো, দেশবন্ধু পলিমার, ইস্টার্ন ক্যাবলস, এভিন্স টেক্সটাইল, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং, লিগাসি ফুটওয়্যার, ফার কেমিক্যাল, জেমিনি সি ফুড, গোল্ডেন হারভেস্ট, গ্লোবাল হেভী কেমিক্যাল, কেঅ্যান্ডকিউ, হাক্কানী পালপ, হামিদ ফেব্রিকস, ইন্দোবাংলা ফার্মা, ন্যাশনাল টিউবস, নুরানী ডায়িং, ওইমেক্স ইলেকট্রোড, প্যাসিফিক ডেনিমস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পিটিএল, কুইন সাউথ টেক্সটাইল, রহিমা ফুড, রহিম টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, রিং শাইন টেক্সটাইল, আরএসআরএম, সাফকো স্পিনিং, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, সমতা লেদার, শাশা ডেনিমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল হোটেল, সিলকো ফার্মা, সিলভা ফার্মা সিমটেক্স, এসকে ট্রিমস, সোনালী পেপার, সোনারগাঁও টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিকস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্টাইলক্রাফট, জাহিন স্পিনিং, ইয়াকিন পলিমার, ওয়েরস্টার্ন মেরিন, ওয়াটা কেমিক্যাল।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ