পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়াবে। কোম্পানিটি ‘স্পেশাল ইয়ার্ন ইউনিট’ প্রকল্পের মাধ্যমে দিনে ১০ টন উৎপাদন ক্ষমতা বাড়াবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বর্তমানে দিনে ৫১ টন ( ২৫ টান কার্ড অ্যান্ড কম্বডেড ইয়ার্ন,১০ টন মেলান্জ ইয়ার্ন এবং ১৬ টন সিনথেটিক ইয়ার্ন) উৎপাদন ক্ষমতা রয়েছে।
এই প্রকল্পে কোম্পানির ১৮৬ কোটি টাকা ব্যয় হবে। মতিন স্পিনিং ১২৫ কোটি টাকা ডিইজি (ডয়েচে বিনিয়োগ-এবং এনটউইক্লুংজেজিআইআইস্যাচাট এমবিএইচ কামারগ্যাসে ২২, ৫০৬৭৬ ক্লোন্জ) জার্মানি থেকে ঋণ নেবে। আর বাকী ৬১ কোটি টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে বিনিয়োগ করবে।
এই প্রকল্প সম্পূর্ণ হওয়ার পর মতিন স্পিনিংয়ের বছরে গড় উৎপাদন ক্ষমতা বাড়বে সাড়ে ৮ থেকে ৯ টন। আর কোম্পানির বার্ষিক টার্নওভার বাড়বে ৯৫ এতকে ১০০ কোটি টাকা।