বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬০০ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর সাপ্তাহিক মোট লেনদেনের ১৬.০২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৮০ কোটি ৩৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর সাপ্তাহিক মোট লেনদেনের ৭.৪৭ শতাংশ।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রবি আজিয়াটার ২৭১ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর সাপ্তাহিক মোট লেনদেনের ৭.২৩ শতাংশ।
লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের ১৯৫ কোটি ২ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ১৮০ কোটি ৫৫ লাখ টাকার, সামিট পাওয়ারের ১২১ কোটি ১ লাখ টাকার, এনার্জিপ্যাকের ১০৯ কোটি ৫৭ লাখ টাকার, লাফার্জহোলসিম সিমেন্টের ৮৫ কোটি ৭৪ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৭৩ কোটি ৫৪ লাখ টাকার এবং বিকন ফার্মার ৬৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।