বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৭টির বা ১৫.৬১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা ৬০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) লেনদেন শেষে শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৫ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ১০ পয়সা বা ১৫.৪০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রাইম ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষস্থানে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে এমআই সিমেন্টের ১০.৭৬ শতাংশ, জিকিউ বলপেনের ৮.২৫ শতাংশ, ন্যাাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৬.৬১ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৬ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৪৩ শতাংশ, বিএসআরএম স্টিলের ৪.১৮ শতাংশ, সোনালী আঁশের ৩.২৯ শতাংশ এবং ওয়ালটন হাই-টেকের শেয়ার দর ৩.২০ শতাংশ।