1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাংকের উপর ভর করে পুঁজিবারে বড় উত্থান
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ এএম

ব্যাংকের উপর ভর করে পুঁজিবারে বড় উত্থান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
BANK-UP

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এই উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যাংক খাতের কোম্পানিগুলো।

এদিন লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ শেয়ার দর বাড়তে থাকে। ব্যাংকের দর বাড়ার প্রবণতা চলে শেষ পর্যন্ত। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৯টি ব্যাংকের শেয়ার দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৫টির।

লেনদেনের শুরু থেকে ব্যাংকের শেয়ার দাম বাড়ার প্রবণতার ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতের ওপরও। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে দর বাড়ার তালিকায় স্থান পেয়েছে ১৩৩টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১০৬টির। আর ১১৬টির দাম অপরিবর্তিত ছিল।

বেশিরভাগ ব্যাংকের শেয়ার দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৭ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ