সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে বড় পতন হয়েছে। এই নিয়ে টানা তিনদিন বড় পতন গড়াল। পতনের বাজারেও আজ অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দরে ছিল বড় দাপট। এখাতে আজ সিংহভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ আর্থিক খাতের মাত্র তিনটি কোম্পানির শেয়ার দর কমেছে। বিপরীতে দর বেড়েছে ১২টির। দর অপরিবর্তিত ছিল ৭টির।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর বড় আকারে না বাড়লেও আজ লেনদেনের শুরু থেকেই অন্য খাতগুলোর বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। আগের দিনের মতো এদিনও পতনের তালিকায় নেতৃত্ব দেয় ব্যাংক খাত। সেই সঙ্গে বীমা খাতও পতনের নেতৃত্বে যোগ দেয়।
যদিও আগের দিন দর বাড়ার তালিকায় নাম লেখায় ৪৩টি বীমা কোম্পানি। সেই সংখ্যা আজ ৫টিতে নেমে এসেছে। বিপরীতে দর কমার তালিকায় স্থান করে নিয়েছে ৪১টি। আর ব্যাংক খাতের ৬টি প্রতিষ্ঠান দর বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে দর কমেছে ১৩টির।
ব্যাংক ও বীমার পাশাপাশি অন্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমায় এদিন পতনের তালিকা বড় হয়েছে। দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে দর বাড়ার তালিকায় স্থান পেয়েছে ৯০টি প্রতিষ্ঠান। বিপরীতে দর কমেছে ১৪৭টির। আর ১১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।