1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জামানত ছাড়াই ঋণ পাবে ক্ষুদ্র উদ্যোক্তারা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পিএম

জামানত ছাড়াই ঋণ পাবে ক্ষুদ্র উদ্যোক্তারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

চলতি ঋণের পাশাপাশি মেয়াদি ঋণেও ক্রেডিট গ্যারান্টি পাবেন কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা। সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে ব্যাংকে কোনো জামানত রাখতে হবে না। এসব ঋণের নিশ্চয়তা দেবে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে এ-সংক্রান্ত একাটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ‘ক্রেডিট গ্যারান্টি সুবিধা কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) উদ্যোগ খাতে শুধু চলতি মূলধনের জন্য উম্মুক্ত ছিল। গোটা সিএমএসএমই খাতে কভিড-১৯-এর বিরূপ প্রভাব পড়েছে। এতদ্ব্যতীত কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক সময় চলতি মূলধন ঋণ গ্রহণ না করে শুধু স্বল্প মেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করে থাকেন। বর্ণিত প্রেক্ষাপট বিবেচনায় আলোচ্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা চলতি মূলধনের পাশাপাশি মেয়াদি ঋণের জন্যও প্রযোজ্য হবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পূর্বের নির্দেশনা অনুযায়ী এই স্কিমে ‘অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক প্রতি মাসের প্রথম ১০ কার্যদিবসের মধ্যে গ্যারান্টি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। বর্ণিত আবেদনপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র প্রস্তুত করার কিছুটা সময়ের প্রয়োজনীয়তা রয়েছে মর্মে প্রতিভাত হওয়ায় এখন থেকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে উক্ত গ্যারান্টি রেজিস্ট্রেশনের আবেদন করা যাবে।’ সুতরাং আবেদনপত্র জমা দেয়ার সময় পাঁচ দিন বৃদ্ধি করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বলেছে কেন্দ্রীয় ব্যাংক; যা অবিলম্বে কার্যকর হবে।

মহামারিকালে ব্যাংকগুলো যাতে বেশি বেশি ছোট ঋণ বিতরণ করে, সেই জন্য গত বছরের জুনে ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম বা ঋণ নিশ্চয়তা স্কিম’ নামে একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সরকার ও বাংলাদেশ ব্যাংক এই তহবিলের প্রয়োজনীয় অর্থের সংস্থান করছে। কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগের আওতায় ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে সর্বোচ্চ ৭০ শতাংশ, ব্যবসা খাতে সর্বোচ্চ ৩০ শতাংশ গ্যারান্টি দেয়া যাবে।

ন্যূনতম তিন বছর সিএমএস খাতে ঋণ প্রদানের অভিজ্ঞতা আছে এবং যে বছর আলোচ্য গ্যারান্টি স্কিমের আওতায় গ্যারান্টি সুবিধার জন্য আবেদন করতে পারবে। তার পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর ভিত্তিক খেলাপি ঋণ ১০ শতাংশ বা তার কম; এ ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আলোচ্য স্কিমের জন্য যোগ্য বিবেচিত হবে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো কর্তৃক ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে গ্যারান্টি সুবিধাপ্রাপ্তির জন্য এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না। সিএমএস ঋণের জন্য বিদ্যমান সীমা যাই থাকুক না কেন, আলোচ্য স্কিমের আওতায় গ্যারান্টির জন্য ঋণ সুবিধার পরিমাণ হবে সর্বনিম্ন ২ লাখ টাকা এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ