1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
প্রাণ বানাবে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের পণ্য
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পিএম

প্রাণ বানাবে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের পণ্য

  • আপডেট সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী আন্তর্জাতিক কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের (পি অ্যান্ড জি) জিলেট গার্ড রেজর বাংলাদেশেই উৎপাদন করবে প্রাণ গ্রুপ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ গ্রুপ জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ওই বহুজাতিক কোম্পানির পণ্য উৎপাদনের লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন একটি কারখানা উদ্বোধন করেছে তারা।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই কারখানার উদ্বোধন করেন।

বিডা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবং পি অ্যান্ড জি দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মধুসূদন গোপালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাণ গ্রুপ জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্সড পার্সোনাল কেয়ার লিমিটেড (এপিসিএল) প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এর সঙ্গে চুক্তির ভিত্তিতে পণ্য উৎপাদন করবে।

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন ওই কারখানায় জিলেট গার্ড রেজরসহ গ্রুমিং পণ্য উৎপাদিত হবে।

অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম নীতি হচ্ছে দেশের বেসরকারি খাতকে উন্নত করা। আমি অত্যন্ত আনন্দিত যে, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বাংলাদেশে বিনিয়োগ করেছে। এটি শুধু আমেরিকান কোম্পানি নয়, সারা পৃথিবীর কোম্পানির জন্য এটি একটি ভালো বার্তা। কারণ প্রক্টর অ্যান্ড গ্যাম্বল খ্যাতি, আকার ও অবস্থান বিবেচনায় বিশ্বের একটি সফল কোম্পানি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবাট মিলার বলেন, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানির মত প্রক্টর ও গ্যাম্বল বাংলাদেশে উৎপাদন ক্ষেত্র হিসেবে যে সম্ভাবনা আছে সেটি কাজে লাগাতে যুক্ত হল।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, এ উদ্যোগের ফলে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী জ্ঞানভিত্তিক পরিবেশে নিজেদেরকে পেশাদার হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।

প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের মধুসূদন গোপালন বলেন, ১৯৯৪ সাল থেকে আমাদের পণ্য বাংলাদেশের ভোক্তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। প্রাণের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে চুক্তিভিত্তিক উৎপাদনের ফলে আরও ভালোভাবে আমরা আমাদের ভোক্তাদের সেবা দিতে পারব।

এর মাধ্যমে বাংলাদেশে আমাদের বিনিয়োগের যে প্রতিশ্রুতি, তা আরো জোরদার হবে, কর্মসংস্থান, অংশীদারিত্বসহ নানা সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের পণ্য উৎপাদনে অংশীদার হতে পেরে আমরা গর্বিত।

পি অ্যান্ড জি পৃথিবীর ৩৪টি দেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করে। ২০১৯ সাল পর্যন্ত এ কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৫০৯ কোটি ডলার।

প্রায় এক লাখ কর্মীর এ কোম্পানি ২০১৯ সালে ৬ হাজার ৭৬৮ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে। সে বছর নিট লাভ হয়েছে ৩৮৯ কোটি ৭০ লাখ ডলার।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ