সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬২ বারে ৭৩ হাজার ৬৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তুং হাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০ বারে ১ লাখ ১৬ হাজার ১৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কাশেম ইন্ডাস্ট্রিজের দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৩৯ বারে ৪ লাখ ৭৩ হাজার ২০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা।
পতন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে দর কমেছে ফনিক্স ফাইন্যন্সের ৫ দশমিক ৪০ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪ দশমিক ৭৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৪ দশমিক ৭৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৫৯ শতাংশ, বেক্সিমকোর ৪ দশমিক ৫৮ শতাংশ, গোল্ডেন সনের ৪ দশমিক ৩১ শতাংশ ও আমান ফিডের ৪ দশমিক ২২ শতাংশ।