1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে বড় পতন, কমেছে লেনদেনও
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৫০ এএম

পুঁজিবাজারে বড় পতন, কমেছে লেনদেনও

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
down

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে বড় পতন হয়েছ। এদিন উভয় বাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

জানা গেছে, আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১২৫ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৫৯ কোটি ৭৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৫.৩৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৪৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৯.০১ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ২১.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭৯.৪৭ পয়েন্টে, ২১৬২.৯৯ পয়েন্ট এবং ১২২২.৪৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির বা ৭.৫৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫৫টির বা ৭১.৪২ শতাংশের এবং ৭৫টির বা ২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৯.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৭৮.৭০ পয়েন্টে। সিএসইতে আজ ২৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ১৭৯টির আর ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ