পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো – মেঘনা কনডেন্সড মিল্ক, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, রেনউইক যজ্ঞেশ্বর, খান ব্রাদার্স, তসরিফা, এসএস স্টিল, সিমটেক্স, শাশা ডেনিমস, সায়হামা টেক্ত্রটাইল, নিউ লাইন ক্লোথিংস, ইন্দো-বাংলা ফামাসিউটিক্যালস, কপারটেক, আরামিট, অগ্নি সিস্টেমস, আরডি ফুড, মেট্রো স্পিনিং, ফুওয়াং সিরামিক, আাডভেন্ট ফার্মা, দেশবন্ধু পলিমার, সিভিও পেট্রোকেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার্স, বেঙ্গল উইন্ডসোর, জিপিএইচ ইস্পাত, কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস কেবলস এবং ডেসকো।
কোম্পানি ২৮টির শেয়ার লেনদেন ১৯ নভেম্বর থেকে স্পট মার্কেটে শুরু হয়েছে। আজ ২০ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন শেষে হবে কোম্পানিগুলোর।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম