পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস লিমিটেড তাদের কারখানায় উৎপাদন ফের শুরুর ঘোষণা দিয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই খবর জানিয়েছে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানিটি।
গত ২১ ডিসেম্বর আরএকে সিরামিকস জানিয়েছিল, তারা স্যানিটারি ফিটিংসের উৎপাদন ৭০ শতাংশে নামিয়ে আনবে এবং ৪টি টাইলস উৎপাদন লাইনের মধ্যে দুটি বন্ধ করে দেবে।
রোববার তারা জানিয়েছে, শনিবার থেকে তারা স্যানিটারি ফিটিংসের এবং টাইলসের উৎপাদন পুরোদমে চালু করেছে।
তবে এই খবরের পরও পুঁজিবাজারে দাম কমেছে আরএকে সিরামিকসের শেয়ারের। বৃহস্পতিবার তাদের শেয়ারের দাম ছিল ২৭ টাকা ৬০ পয়সা। রোববার তা কমে হয় ২৭ টাকা ২০ পয়সা।
২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে। কোম্পানিটি ২০১৭ সালে মুনাফা করেছিল ১০১ কোটি ৮০ লাখ টাকা, লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ১ টাকা এবং প্রতি ১০০ শেয়ারে ১০টি শেয়ার দেয়।
২০১৮ অর্থবছরে তাদের মুনাফা কমে ৮৯ কোটি ৬ লাখ টাকায় দাঁড়ায়।
২০১৯ অর্থবছরে মুনাফা আরও কমে হয় ৭৫ কোটি ৪০ লাখ টাকা। সেবার ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ১.৫০ টাকা দিয়েছিল।
পুঁজিবাজারে আরএকে সিরামিকস লিমিটেডের ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি শেয়ার আছে। এর মধ্যে ৭২.১০ শতাংশ পরিচালকদের হাতে, ১৬.০১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং ১১.৮৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে।