সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৭৯টির বা ২২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৬.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৬০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৯.২৯ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮.৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৮.৩৩ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.১৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৭২ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.৬৯ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৬.৭৮ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ৬.৭২ শতাংশ বেড়েছে।