1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সানোফি-অ্যাভেন্টিসকে কিনছে বেক্সিমকো ফার্মা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩১ এএম

সানোফি-অ্যাভেন্টিসকে কিনছে বেক্সিমকো ফার্মা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি-অ্যাভেন্টিসের বাংলাদেশ শাখাকে কিনতে যাচ্ছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বেক্সিমকো ফার্মা সানোফির ৫৫ শতাংশ শেয়ার কেনার জন্য যোগ্য নির্বাচিত হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এই নিলাম অনুষ্ঠিত হয়েছে।

সানোফি-অ্যাভেন্টিস তার বাংলাদেশ অপারেশন বিক্রি করে দেওয়ার খবর ইতোমধ্যে লন্ডন স্টক এক্সচেঞ্জকে নিশ্চিত করেছে। সানোফি লন্ডনসহ বিশ্বের একাধিক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

জানা যায়, সানোফি-অ্যাভেন্টিস ফ্রান্সভিত্তিক একটি কোম্পানি। এটি বিশ্বের ৫ম বৃহত্তম ওষুধ কোম্পানি। বাংলাদেশে স্বাধীনতার আগে থেকে ব্যবসায়রত এই কোম্পানিতে সরকারেরও মালিকানা রয়েছে। যৌথ উদ্যোগের এই কোম্পানির ১৯ লাখ ৬৩ হাজার ২৪১টি শেয়ার তথা ৫৫ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক সানোফি-অ্যাভেন্টিস। বাকী ৪৫ শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশ সরকার।

সানোফির কাছে থাকা শেয়ারগুলোই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রি করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ