1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পিএম

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। সূচক সামান্য বাড়লেও এদিন টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০২ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৬.১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৪.৬৪ পয়েন্টে এবং ২২০৮.৪৪ পয়েন্টে। তবে সিডিএসইটি সূচক ৬.৮৭ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির বা ৩৬.৬৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯.৭২ শতাংশের এবং ৮৫টির বা ২৩.৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫.৮৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ