পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন এক সেট ব্রান্ডের ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিক ওভেন স্থাপনের কাজ সম্পন্ন করেছে। গত ২৮ ডিসেম্বর কোম্পানির কারখানায় এই নতুন ওভেন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ১০ নভেম্বর নতুন ইলেক্ট্রিক ওভেন ফার্মা এইডসের কারখানাতে আসে। নতুন ওভেন স্থাপন করতে কোম্পানিটি ৮৫ লাখ ৮১ হাজার ৬২৫ টাকা বিনিয়োগ করেছে।
কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (২০২০-২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই ব্যয় ফিক্সড অ্যাসেট হিসাবে উল্লেখ করা হবে।
এর আগে ফার্মা এইডস গত বছরের ১৫ জুলাই কোম্পানিটির গ্লাস অ্যাম্পুলেস উৎপাদনের জন্য আধুনিক পার্টস এবং আনুসঙ্গিকের সাথে ইলেক্ট্রিক ওভেন আমদানি করার কথা জানিয়েছিল। ইলেক্ট্রিক ওভেন আমদানি করতে কোম্পানির মোট ৮০ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছিল।