সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির বা ৪৪.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ঢাকা ডাইংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগেরদিন মঙ্গলবার ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৯.২১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ঢাকা ডাইং ডিএসইর দর পতন তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতন তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিংয়ের শেয়ার দর কমেছে ৮.৫১ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৮.২০ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৬১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.৮৩ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬.৭০ শতাংশ, অলটেক্সের ৬.৬০ শতাংশ, যমুনা অয়েলের ৬.৫৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৫.৬৬ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৬০ শতাংশ।