সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ১৮ হাজার ২৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির ৭ লাখ ৩ হাজার ৯৬১টি শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর অর্থাৎ ৮৩.৭০ টাকায় লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭০ লাখ টাকা। নরমাল মার্কেটে আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৮৪৯টি শেয়ার।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল। কোম্পানিটির ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসিআই ২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, অ্যাক্টিভ ফাইন, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইডিএলসি, আইএফআইসি ব্যাংক, ইসলামিক ফিন্যান্স, ইসলামী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, প্যারামাউন্টে ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, রবি, সী পার্ল বীচ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, সামিট পাওয়ার ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
শেয়ারনিউজ; ১৯ জানুয়ারি ২০২১