পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেড শেয়ারহোল্ডারদের বিও হিসাব, ঠিকানা ও মোবাইল নম্বরের মতো তথ্যগুলো হালনাগাদের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে রেকর্ড ডেটের আগেই ১২ ডিজিটের কর শনাক্তকরণ (ই-টিন) নম্বর হালনাগাদেরও আহ্বান জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোনো শেয়ারহোল্ডার যদি রেকর্ড ডেটের আগে টিআইএন নম্বর হালনাগাদ করতে ব্যর্থ হয়, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের লভ্যাংশ থেকে কর কাটা হবে।
এছাড়া কোম্পানিটি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ ও ডিপিকে মার্জিন ঋণধারীদের তথ্য পাঠানোর আহ্বান জানিয়েছে। কোম্পানিটি মার্জিন ঋণধারীদের নাম, বিও আইডি নম্বর, ক্লাইন্ট ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন, ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর ইত্যাদি তথ্য চেয়েছে। আগামী ২০ ডিসেম্বরের আগেই কোম্পানির শেয়ার অফিসে এই তথ্যগুলো পাঠাতে হবে।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম