1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইর আইটি অ্যাডভাইজরি টিমকে তলব করেছে বিএসইসি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৭ এএম

ডিএসইর আইটি অ্যাডভাইজরি টিমকে তলব করেছে বিএসইসি

  • আপডেট সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিএসইসির কার্যলয়ে তাদের সঙ্গে বৈঠক করতে ডাকা হয়েছে।

গত ১৪ জানুয়ারি বিএসইসির উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে।

ওই সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এতে বিএসইসির এসআরএমআইসি বিভাগের নির্বাহী পরিচালক, পরিচালক ও উপপরিচালক উপস্থিত থাকবেন।

জানা গেছে, বর্তমানে ২ হাজার কোটি টাকার ওপরে লেনদেন হওয়ার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতে পারে না ডিএসইর বিভাগ। ফলে ডিএসইর আইটি বিভাগের এ পারফরমেন্সে হতাশ বিএসইসি। পাশাপাশি ডিএসইর ভবিষ্যত নিয়ে চিন্তিত কমিশন। তাই সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জটির আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমকে ডেকেছে বিএসইসি। তাদের কোথায় সমস্যা এবং কী প্রয়োজন, তা নিয়ে সভায় আলোচনা করা হবে।

সভায় ডিএসইর দু্ইজন শেয়ারহোল্ডার পরিচালক, একজন স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও এই বিভাগের দু্ইজন অফিসার, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকে (সিআরও) উপস্থিত থাকার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ