প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সমাপনী দরের ভিত্তিতে দরপতনে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় ‘এন’ ক্যাটাগরির দুটি কোম্পানি জায়গা করে নিয়েছে। এগুলো হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এডিএন টেলিকম লিমিটেড।
গত ২১ ডিসেম্বর পুঁজিবাজারে লেনদেন শুরু হয় ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। গত সপ্তাহে ১৬.১৭ শতাংশ দর হারিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৪৫ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৬০০ টাকার শেয়ার।
গত বছরের ৬ জানুয়ারি পুঁজিবাজারে লেনদেন শুরু করা এডিএন টেলিকম গত সপ্তাহে দর হারিয়েছে ১৫.০৮ শতাংশ। কোম্পানিটি তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৩৩ কোটি ৩০ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ ২০০ টাকার শেয়ার।