পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রা্য়াত্ব প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে (ডেসকো) শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়েছে বলে জানিয়েছে কোম্পানিটির নিরীক্ষক। কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এমন ব্যত্যয় ঘটিয়েছে।
শ্রম আইনের ২০১৩ সালের সংশোধনী অনুযায়ি মুনাফার ৫ শতাংশ ফান্ড গঠন বাধ্যতামূলক। কিন্তু ডেসকো কর্তৃপক্ষ ২০১৯-২০ অর্থবছরে এসে এই ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তারা ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরের জন্য ফান্ড গঠন করেছে।
কিন্তু এর আগের ৪ অর্থবছরের জন্য (২০১৩-১৪ থেকে ২০১৬-১৭) ওই ফান্ড গঠন করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। এর মাধ্যমে কোম্পানিটি ২০ কোটি ১৪ লাখ টাকার দায় কম ও একই পরিমাণ সম্পদ বেশি দেখিয়েছে।
এদিকে, শ্রম আইন অনুযায়ি প্রতি অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরণের বাধ্যবাধকতা থাকলেও ডেসকো কর্তৃপক্ষ তা পরিপালন করেনি। এক্ষেত্রে ৯ কোটি ৯৫ লাখ টাকা প্রদানের দরকার ছিল।
সরকার নিয়ন্ত্রিত ডেসকোর পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এরমধ্যে সরকারের মালিকানা ৬৭.৬৩ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৩.১০ শতাংশ, সাধারন বিনিয়োগকারীদের ৯.২০ শতাংশ ও বিদেশীদের ০.০৭ শতাংশ মালিকানা রয়েছে।