1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আজ যে ৬ কোম্পানির বিক্রেতা উধাও
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পিএম

আজ যে ৬ কোম্পানির বিক্রেতা উধাও

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
holted

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ছয় কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ও রবি আজিয়াটা লিমিটেড, বিবিএস কেবলস, লংকাবাংলা ফিন্যান্স ও অ্যাপোলো ইস্পাত লিমিটেড।

প্রাপ্ত তথ্যমতে, আজ বেলা ১২টা পর্যন্ত বেক্সিমকোর স্ক্রিনে ১৬ লাখ ৩৩ হাজার ৯৩২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৭২ টাকা।

এদিকে একই সময়ে রবির স্ক্রিনে ২ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৭২০টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৭ টাকা ৫০ পয়সা।

অলটেক্সের স্ক্রিনে ৩ লাখ ২ হাজার ২২৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতা নেই।

একই সময় বিবিএস কেবলস, লংকাবাংলা ফিন্যান্স ও অ্যাপোলো ইস্পাতের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ