1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সূচক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় যেসব কোম্পানি
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫০ এএম

সূচক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় যেসব কোম্পানি

  • আপডেট সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
Beximco Pharma--

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৫৭০০ পয়েন্ট অতিক্রম করেছে। যা গত ২২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর পেছনে ১০টি কোম্পানির বড় ভূমিকা রয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মার।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের টিকা নিয়ে আলোচনা চলছে। দেশে করোনার টিকা আমদানি করবে বেক্সিমকো ফার্মা। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে টিকার প্রথম চালান আসবে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই টিকা আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান গণমাধ্যমকে এ কথা জানান। আর এতে কোম্পানিটির শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়েছে। শেয়ার দর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। যা সূচক বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

কোম্পানির শেয়ার সর্বশেষ ২০২ টাকা ৯০ পয়াসায় লেনদেন হয়েছে। কোম্পানিটি সূচক বৃদ্ধিতে ১৪ দশমিক ৬৩ শতাংশ ভূমিকা রেখেছে।

এছাড়াও সূচক বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মা। কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২২৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটি সূচক বৃদ্ধিতে ১৩ দশমিক ৯২ শতাংশ ভূমিকা রেখেছে।

এদিকে, বেক্সিমকো ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। লেনদেনেও একই অবস্থানে রয়েছে। কোম্পানিটি সূচক বৃদ্ধির পেছনে ১১ দশমিক ৩৬ শতাংশ ভূমিকা রেখেছে।

এছাড়াও যেসব কোম্পানি সূচক বৃদ্ধিতে ভূমিকা রেখেছে সেগুলো হলো লাফার্জহোলসিম, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড, সামিট পাওয়ার, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ