1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
২১ মাসের মধ্যে রেকর্ড অবস্থানে ডিএসইর সূচক
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:০৫ এএম

২১ মাসের মধ্যে রেকর্ড অবস্থানে ডিএসইর সূচক

  • আপডেট সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
A DSE---

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৮ পয়েন্টে অবস্থান করছে। গত ২১ মাসের মধ্যে রেকর্ড অবস্থানে ডিএসইর প্রধান সূচকটি। এর আগে ২০১৯ সালের ৩ মার্চ সূচকটি সর্বোচ্চ ৫ হাজার ৭২৩ পয়েন্টে অবস্থান করছিল।

এদিন ডিএইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে কিছুটা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে এক হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে আগের দিন থেকে ১৬৯ কোটি ৯৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৫০৫ কোটি ৬৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৪.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ১৮০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৮৩ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৬৭১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ