1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
প্রথম সপ্তাহে পুঁজিবাজারে ফিরেছে ২২ হাজার কোটি টাকা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

প্রথম সপ্তাহে পুঁজিবাজারে ফিরেছে ২২ হাজার কোটি টাকা

  • আপডেট সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
up

নতুন বছরের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে ফিরেছে ২২ হাজার কোটি টাকা। সপ্তাহটিতে বাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আর টাকার পরিমাণে লেনদেন দ্বিগুন বেড়েছে উভয় পুঁজিবাজারে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪৮ হাজার ২৩০ কোটি ৫ লাখ ২২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৭০ হাজার ২৭০ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ২২ হাজার ৩৯ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকা মূলধন ফিরে পেয়েছে।

গেল সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ হাজার ৯৫১ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৮৭০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪ হাজার ১৪৭ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ৯৬১ টাকা বা ৭১.৪৭ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮০৩ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ৯০৯ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৯৯০ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৭৭৪ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫০ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ৯৭৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫৩৯ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৯৭ টাকা বেশি হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৯.৭০ পয়েন্ট বা ৪.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২১.৭৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩.৮২ পয়েন্ট বা ১.৯২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮৪.১১ পয়েন্ট বা ৪.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৫.৯৪ পয়েন্টে এবং ২০৪৮.০৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৫টির বা ৫৮.৯০ শতাংশের, কমেছে ১১৪টির বা ৩১.২৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির বা ৯.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৫৭১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২৯ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ৩৩৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২৫৪ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকা বা ১১০ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫৬.০৫ পয়েন্ট বা ৪.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪৮.৯৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৫৬.২৩ পয়েন্ট বা ৪.৮৫ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৪৫.১০ পয়েন্ট বা ২.৭৭ শতাংশ, সিএসই-৫০ সূচক ৫৭.৪৬ পয়েন্ট বা ৪.৯৫ শতাংশ এবং সিএসআই ২৫.৫৫ পয়েন্ট বা ২.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৮৫৯.৭৭ পয়েন্টে, ১২ হাজার ৭৭১.৬২ পয়েন্টে, ১ হাজার ২১৭.৮৩ পয়েন্টে এবং ১ হাজার ৪৪.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৬টির বা ৬৩.১৯ শতাংশের দর বেড়েছে, ৮৭টির বা ২৬.৬৮ শতাংশের কমেছে এবং ৩৩টির বা ১০.১২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ