পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির ঘোষিত স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানি ৫টি হলো- ইভিন্স টেক্সটাইল, বিবিএস কেবলস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সামিট এলায়েন্স পোর্ট এবং ইফাদ অটোস। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানি ৫টির স্টক ডিভিডেন্ড আজ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য বিবিএস কেবলস ১০ শতাংশ, ইভিন্স টেক্সটাইল ৫ শতাংশ, ইফাদ অটোস ২ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১০ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে।
কোম্পানি পাঁচটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ঘোষিত স্টক ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়।