1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দর বৃদ্ধির শীর্ষে এএফসি অ্যাগ্রো
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ পিএম

দর বৃদ্ধির শীর্ষে এএফসি অ্যাগ্রো

  • আপডেট সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
afc-agro-biotech

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড। আজ কোম্পানিটির দর ১.৭০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ১৮.৮০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭০০ বারে ১৪ লাখ ৮৭ হাজার ৩৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩.৯০ টাকা বা ৯.৯০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৭ হাজার ৫৪৫ বারে ২ কোটি ৫ লাখ ২১ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৮১ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর ১.২০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অ্যাক্টিভ ফাইন, অ্যাপোলো ইস্পাত, লংকাবাংলা ফিন্যান্স, এসএস স্টিল ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ