পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানিগুলো হলো- আইএফআইসি ব্যাংক, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই জানিয়েছে, কোম্পানিটি তিনটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে কোন সংবেদনশীল তথ্য আছে কীনা-তা জানতে চেয়ে কোম্পানিরগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারগুলোর দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের শেয়ার দর ছিল ১১.৬০ টাকা। ৫ জানুয়ারি তা বেড়ে দাঁড়ায় ১৬.৬০ টাকায়।
এদিকে, লাফার্জহোলসিমের শেয়ার দর গত ৭ ডিসেম্বর ছিল ৪১.২০ টাকা। আর ৪ জানুয়ারি শেয়ারটি ৫৪.৩০ টাকায় উন্নীত হয়।
অন্যদিকে, বে-লিজিংয়ের শেয়ার দর ১৯.৭০ টাকা থেকে ২৮.৬০ টাকায় উন্নীত হয়।
কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।