1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
টানা দর বৃদ্ধিতে রবির রেকর্ড
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পিএম

টানা দর বৃদ্ধিতে রবির রেকর্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
Robi

পুঁজিবাজারের ইতিহাসে লেনদেন শুরুর প্রথম আট কার্যদিবস টানা দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করার তালিকায় রবি দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে নাম লেখাল। এর আগে ওয়ালটনের শেয়ার লেনদেন শুরুর প্রথম আট কার্যদিবস টানা দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছিল।

নতুন বছরের তৃতীয় কার্যদিবসেও লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যে দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে রবি আজিয়াটা লিমিটেড। এর মাধ্যমে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন হওয়া আট কার্যদিবসের প্রতিটি কার্যদিবসেই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করল। এতে আট দিনের লেনদেনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা!

আগের ৭ কার্যদিবসের মতো আজ মঙ্গলবারও (০৫ জানুয়ারি) সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ৩৯.৪০ টাকায় লেনদেন হয় রবির শেয়ার। আজ কোম্পানিটির ৬ কোটি ৫৪ লাখ ৯৮৯ হাজার ৭৬৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২৫৬ কোটি ৬৮ লাখ ৬০০ টাকা।

১০ টাকা অভিহিতমূল্যে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার ইস্যু করা রবির শেয়ার লেনদেনের শুরু থেকেই বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাক। যে কারণে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দফায় দফায় বাড়ছে। টানা আট কার্যদিবস দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে কোম্পানিটির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা এক প্রকার উধাও হয়ে গেছে।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন নিয়ে রবি আজিয়াটার আইপিওতে আবেদন গ্রহণ শুরু হয় ১৭ নভেম্বর। যা চলে ২৩ নভেম্বর পর্যন্ত। নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইপিও খরচের জন্য রবিকে অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা।

এই টাকা তোলার জন্য কোম্পানিটি ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার আইপিওতে ইস্যু করে। এর মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ইস্যু করা হয়েছে। এটি ইতিহাসে সর্বনিন্ম ইপিএসের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রথমদিনেই ঝুঁকিপূর্ণ শেয়ারে পরিণত হয়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ